মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ কোটা বাতিলসহ আন্দোলনরত শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে ইসলামী আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
গাইবান্ধা পৌর শহরের কাচারি বাজার প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে একই দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী রাস্তায় অবস্থান নেন। বিক্ষোভকারীরা, চেয়ে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মেধাবী শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায় করতে গিয়ে পুলিশের হাতে নিহত ও আহত হয়েছেন।
কোটা বাতিলসহ নিহত ও আহতদের বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার তারা ঘোষণা দেন। তারা আরও বলেন, যেসকল পুলিশ সদস্য পরিকল্পিতভাবে মেধাবী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা করছেন। সেইসকল পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।