মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে সোমবার (২৯ জুলাই) ২৯ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। শেষে ভোট গণনায় নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান ফলাফল ঘোষণা করেন।
এতে আবু সাঈদ রনি, কাওছার আলী, নির্মল চন্দ্র সরকার, শাহ আলম কবিরাজ এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেহেরুন নেছা বেসরকারীভাবে নির্বাচিত হোন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, বাগজানা দাখিল মাদ্রাসার সভাপতি রাসেল কবির সহ অনেকে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।