নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রাস্তার কাজে নিয়েজিত ২৪জন শ্রমিক তাদের তৈরি খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভোঁপাড়া গ্রামে।
জানা যায়, উপজেলার কাশিয়াবাড়ি-ভোঁপাড়া রাস্তার কাজে নিয়োজিত প্রায় ২৪ জন শ্রমিক রোববার সকালে তাদেরই রান্নাকৃত (কচুঘাটি) খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতের বেলা তাদের অসুস্থতা আরও বেড়ে গেলে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েও সুস্থ্য না হওয়ায় সোমবার ১৭ জন শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
আহতরা হলেন, মোজাম (৫৮), আসাদ (২২), আজিম (৪০), শফিকুল (৪০), লিটন (৪০) ও মামুন (২৯), পারুল (৪০), সাথি (৪০), রুলি (৪০), ছাইফুল (৫০), সেলিম (৫৫), ফাহিম (২১), আকাশ (২০), বিশ^াস (৩০), দেলোয়ার (৪০), হাবিল (৪২), জয় (২৪)।
জানাযায়, তারা সকলেই নাটোর সদর উপজেলার রামনগর গ্রামে বাসিন্দা। ফাহিম বলেন, রোববার সকালে কচুঘাটি দিয়ে গরম ভাত খাবার পর থেকে আমাদের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। ১৭ জন আত্রাই হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার কানিজ মাহমুদ আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাচ্ছে তারা সবাই ফুডপয়েজিনে আক্রান্ত। আশাকরছি দ্রুতই তারা সুস্থ্য হয়ে উঠবেন।