ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতাল মর্গে ৬ জনের লাশ

লাশ
স্বজনদের আহাজারি

আল-মামুন,পিবিএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির সীমান্তবর্তী জেলার রাঙ্গামাটির বাঘাইছড়ির নয় মাইল এলাকায় নির্বাচনী দায়িত্ব শেষে ফিরার পথে সন্ত্রাসীদের ব্রাশফারারে নিহত প্রিজাইডিং অফিসারসহ ৭ জনের মধ্যে ৬ জনের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়না তদন্ত চলছে। ময়না তদন্ত শেষে নিহতদের স্বজনদের কাছে লাশ হস্থান্তর করা হবে।

মঙ্গলবার দুপুরে নিহতদের লাশ আনা হয় খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে । এ সময় নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে হাসপাতালের আশপাশের এলাকা।

লাশ
ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতাল মর্গে ৬ জনের লাশ

নিহতদের লাশ দেখতে হাসপাতালে ছুটে আসেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম ও পুলিশ সুপার আহমার উজ্জামানসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা। এ সময় হাসপতালে ভর্তি করা হয় সাজেক থানার আহত দুই পুলিশ সদস্য ইউনুস আহম্মেদ ও আ: আলীকে।

বাগাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত পোলিং অফিসার আল-আমিন,মো: আমির হোসেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য (বিডিপি) সদস্য বিলকিস আক্তার, আসনার সদস্য-মিহির কান্তি দত্ত,জাহানারা বেগম,গাড়ীর হেলপার মন্টু চাকমা খাগড়াছড়ি মর্গে আনা হয়েছে।

এছাড়াও প্রিজাইডিং অফিসার আ: হান্নানের লাশ চট্টগ্রামে রয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরো ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরো ৭ জনসহ বাকীরা চট্টগ্রাম সিএমএস এ চিকিৎসাধীন রয়েছে। হামলার সময় তিনটি গাড়ীতে প্রায় ২৪ জন দায়িত্বরত কর্তকর্তা,পুলিশ ও আনসার সদস্য ছিল বলে জানায় আহত পুলিশ সদস্য।

লাশ
ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতাল মর্গে ৬ জনের লাশ

সোমবার (১৮মার্চ) সন্ধ্যা সাড়ে বাঘাইছড়ি উপজেলার ৬টার দিকে উপজেলার নয় কিলো এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিজক এলাকা থেকে ব্যালট পেপার বহনকারী গাড়ি নিয়ে প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান আরবের নেতৃত্বে আনসার-ভিডিপি সদস্যরা বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে ফিরার পথে নয় কিলো এলাকায় একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাইয়ের উদ্দেশ্য ব্যালেট পেপার বহনকারী ৩টি গাড়িকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে এ হতাহতের ঘটনা ঘটে।

পিবিএ/এ এম/জেডআই

আরও পড়ুন...