উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের জলকপাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়সহ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
কৃষকরা বলেন, দক্ষিণ খাপড়াভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণের সময় একটি ছোট্ট জলকপাট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। যা দিয়ে বর্ষা মৌসুমে ১০-১৫ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন হয় না। প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া অতিরিক্ত বৃষ্টি হলেই এলাকার মাছের ঘের ও বসতবাড়ি তলিয়ে একাকার হয়ে যায়। তাই তারা পুরানো ছোট জলকপাট ভেঙ্গে বড় একটি জলকপাট নির্মাণ দাবি জানান।
ওই গ্রামের কৃষক মো.জাহাঙ্গীর হোসেন জানান, গত বুধবার থেকে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, এতে এ ইউনিয়নে অপেক্ষাকৃত নিম্নাঞ্চল তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ফলে কৃষকের রোপা আমন সহ সবজি ক্ষেত তলিয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অবিলম্বে জলাবদ্ধতা নিরসন না হলে কৃষক ব্যাপক ক্ষতির সন্মুখীন হবেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, কৃষকের স্বার্থে সরেজমিনে গিয়ে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।