হামলাকারীর বিরুদ্ধে ‘নিউজিল্যান্ডের আইনের সমস্ত শক্তি প্রয়োগ করা হবে’

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন

পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন বলেছেন, মসজিদে হামলাকারী বর্ণবাদী সন্ত্রাসীর বিরুদ্ধে তার দেশের আইনের সমস্ত শক্তি প্রয়োগ করা হবে। তিনি এই ঘৃণ্য সন্ত্রাসীর নাম উচ্চারণ না করার জন্যও সকলের প্রতি আহবান জানিয়ে বলেছেন, তিনি নিজেও কখনো তার নাম উচ্চারণ করবেন না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সে এই জঘন্য বর্বরোচিত হামলার মাধ্যমে অনেক কিছু চেয়েছিল, তার মধ্যে একটি হলো কুখ্যাতি। তাই, তার নাম ব্যবহার না করার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিবিসি জানায়, মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে অ’ডুন বলেছেন, “সে তার সন্ত্রাসী কর্ম থেকে অনেক কিছু চেয়েছিল, এর একটি কুখ্যাতি- এই কারণেই আমাকে কখনো তার নাম উচ্চারণ করতে শুনবেন না আপনারা।”

গত শুক্রবার জুমার নামাজের সময় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলিয়ার নাগরিক শ্বেতাঙ্গ বর্ণবাদী জঙ্গি ব্রেন্টন ট্যারেন্টের (২৮)’র হামলায় ৫০ জন নিহত ও বহু লোক আহত হয়।

এই নরঘাতকের বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা মামলা দায়ের সহ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের রিমান্ড দেয়া হয়েছে।

নির্বিচার ওই হত্যাকাণ্ডের চার দিন পর রাজধানী ওয়েলিংটনে প্র্রধানমন্ত্রী অ’ডুর্ন বলেন, “আমি আপনাদের অনুরোধ করছি, তাদের নাম নিন যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন, তার নাম নয় যে তাদের প্রাণ নিয়েছে।

পার্লামেন্টের এই বিশেষ বৈঠকে অ’ডুন ‘আসালামু অলাইকুম’ বলে সবাইকে সম্ভাষণ জানান।

ক্রাইস্টচার্চের বন্দুকধারীর মতো রেকর্ডকরা ভিডিও সরাসরি সম্প্রচার ও শেয়ারিং আটকানোর জন্য সামাজিক যোগাযোগ প্লাটফর্মগুলোকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শুধু লাভ করবে কিন্তু কোনো দায়দায়িত্ব নিবে না, তা হতে পারে না বলে এ সময় মন্তব্য করেন তিনি।

হামলাকারীর বিরুদ্ধে ‘নিউ জিল্যান্ডের আইনের সমস্ত শক্তি প্রয়োগ করা হবে’ বলে পার্লামেন্ট সদস্যদের আশ্বস্ত করেন তিনি।

আগামী শুক্রবার ফের আরেকটি জুমার নামাজের দিন এবং হামলার ঘটনারও এক সপ্তাহ পূর্ণ হওয়ার দিন, একথা স্মরণ করিয়ে দিয়ে নিউ জিল্যান্ডের সবাইকে এদিন মুসলিম সম্প্রদায়ের শোকের কথা মনে রেখে চলার অনুরোধও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...