আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পাল্টাপাল্টি হামলায় উপজেলা আওয়ামী লীগের দুটি কার্যালয়ে ও বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় এমপি আনারের বাসভবন ভাঙচুর অগ্নিসংযোগ ও ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষিপ্ত ছাত্র-জনতা।
রোববার (৪ আগস্ট) বিকালে কালীগঞ্জ শহরে এ ঘটনা ঘটে।
জানা যায, বিকাল সাড়ে তিনটার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা শহরে জড় হয়ে মিছিল শুরু করে। এ সময় তারা শহরের বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগের পোস্টার ব্যানার ভাঙচুর অগ্নিসংযোগ চালায়। এ খবর পেয়ে আওয়াামী লীগের কর্মীরা তাদের প্রতিরোধ করতে এগিয়ে যাই। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা শহরের ভূষণ রোডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। প্রায় আধা ঘন্টা ব্যাপী হামলায় বিখ্যাত ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুর অগ্নিসংযোগ ও ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এরপর তারা শহরের কোটচাঁদপুর রোডে আওয়ামী লীগের আরো একটি অফিস ভাঙচুর করে। প্রায় ঘন্টা ব্যাপী হামলার ঘটনার পর আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া করে। এ সময় কালীগঞ্জ শহরে ধান হাটাই বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এখন পর্যন্ত থেমে থেমে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, ছাত্রদের সাথে বিএনপি জামাত এক হয়ে আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা দোষী ব্যাক্তিদের গ্রেপ্তারের দাবি জানাই।
এমপি কন্যা ডরিন জানাই, বিএনপি জামাতের সন্ত্রাসীরা তাদের বাড়িতে ইট পাটকেল ও গুলি বর্ষন করেছে। তাদের বাসার নিচের অফিসে অগ্নিসংযোগ করেছে।
এদিকে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ এর ঘটনায় থানা পুলিশ বা কালিগঞ্জ ফায়ার সার্ভিসকে ফোন দিলেও তারা ঘটনাস্থলে আসেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, পুলিশ না আসাই তারা ঘটনাস্থলে যেতে পারেননি। রিপোর্ট লেখার সময় পর্যন্ত থেমে থেমে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছেই। ঘন ঘন বৌমার শব্দ পাওয়া যাচ্ছে। শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।