এএম কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রাজন্য রুহানি, জামালপুর: জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ (এএম) ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) আশেকিয়ান (সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সরকারি আশেক মাহমুদ কলেজ) নামে একটি ফেসবুক গ্রুপে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষে এই বিবৃতি প্রকাশ হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আজ আমরা সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ-দ্বাদশ, স্নাতক, অনার্স (পাশ), স্নাতকোত্তর সহ সকল শ্রেণির শিক্ষার্থীরা এই মর্মে সম্মতি দিচ্ছি যে, আজ ০৭ আগষ্ট, ২০২৪ থেকে ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। কোনো ধরণের রাজনৈতিক কর্মকান্ড থাকবেনা কোনো রাজনৈতিক প্রোগ্রাম থাকবেনা, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না।’

‘আমরা সাধারণ শিক্ষার্থীরা যদি কোনো রাজনৈতিক দলের দ্বারা ক্ষতিগ্রস্ত হই এর দায়ভার কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন কে নিতে হবে। আজ থেকে সরকারি আশেক মাহমুদ কলেজকে ছাত্র-রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন মাহমুদুল হাসান বিবেক জানান, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা না থাকার বিষয়ে কেন্দ্র থেকে এখনো কোন নির্দেশনা আসেনি। তবে শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা ও অধিকার রক্ষায় ছাত্র সংসদ থাকা দরকার।’ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ ছাত্র সংসদ গঠন করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ জানান, ‘আজ (বুধবার) কলেজের শিক্ষক পরিষদে শহীদ শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। শোকপ্রস্তাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।’

তিনি আরো জানান, ‘আমরা চাই কলেজ সুষ্ঠুভাবে পরিচালিত হোক। তাই কলেজ ক্যাম্পাস সুচারুভাবে পরিচালনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সকল শিক্ষার্থীদের সহযোগিতা দরকার।’

আরও পড়ুন...