উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): গণঅধিকার পরিষদ’র উচ্চতর সদস্য ফাতেমা তাসনিম বলেছেন, এদেশকে নতুন করে সাজিয়ে তুলতে তরুনদের এগিয়ে আসতে হবে। আজকের তরুনরাই পারবে আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে কলাপাড়া প্রেসক্লাব’র সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজি ও লুটতরাজি করে তাকে বেধে রেখে আমাদের খবর দিবেন। আগামীতে আর কোনো হত্যা লুট,দূর্নীতি, রাহাজানী, আগুন জ্বালাও পোড়াও এসব আর আমরা চলতে দিতে পারিনা। এইদেশ আমার, এইদেশ আপনার , এইদেশ সকলের। আমি হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বুঝিনা। আমি বুুঝি যে মজুলুম, সে আমার ভাই। আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। যে তেতুলিয় রয়েছে সে আমার ভাই, যে চট্টগ্রাম রয়েছে সে আমার ভাই, যে কুয়াকাটা রয়েছে সেও আমার ভাই। আর কোনো রক্ত ঝড় গণঅধিকার পরিষদ বর্দাস্ত করবেনা।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ টি বছর ধরে মুখের ভাষা কেরে নিয়েছে, পেটের ভাত কেরে নিয়েছে। আমরা আর নিজের অধিকার এক ইঞ্চিও ছাড়তে চাইনা। আমোদের মুখের ভাষা থেকে ভোটের আধিকার পই পই করে বুঝে নিতে চাচ্ছি। আমরা সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়তে চাই।
পথসভায় বক্তব্য রাখে, ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল অন্তর, পটুয়াখালী জেলা সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও কলাপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো.নাজমুল। এসময় গণঅধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দসহ কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা স্লোগান দিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন।