মেয়র আইভী কে জিজ্ঞাসাবাদের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

পিবিএ নারায়নগঞ্জ: আলোচিত সাগর রুনি ও তনু হত্যাকান্ড নিয়ে নারানগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করলেন শামীম ওসমানের নাগরিক সমাজ।

১৯ (মার্চ) মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে স্মারক লিপি প্রদান করেন সচেতন নাগরিক সমাজের পক্ষে নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

এছাড়া উল্লেখ্য করা হয়েছে আমরা হতবাক হলাম সাথে অবাক হলাম যখন শুনলাম মেয়র আইভী বলছে সাগর-রুনির হত্যার ব্যাপারে সব কিছুই জানি। জড়িতদের বিচার কেন হচ্ছে না সেটাও আমরা জানি। কারা জড়িত সেটাও জানি। স্মারকলিপিতে আরো উল্লেখ্য করা হয় আইভীর ভাড়া করা সুশীলরা যে বক্তব্য দিচ্ছে তাতে আমরা নারায়ণগঞ্জবাসী বিস্মিত স্মারকলিপিতে প্রধানত উল্লেখ্য করা হয়েছে।

যুদ্ধাপরাধী আলবদের প্রধান আলী আহসান মুজাহিদের ঘনিষ্ঠ সহচর কেন্দ্রীয় মজলিসের সূরার সদস্য নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামের আমির মাওলানা মঈনুদ্দীনকে গত ৩০ অক্টোবর ২০১৮ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে এবং সে জবানবন্দি দিয়েছে। পেশাদার ও নির্ভীক সাংবাদিকদের তথ্য অনুসন্ধানে জবানবন্দির অডিও টেপ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। সেখানে জামায়াতের আমির স্কীকার করেছে নারায়ণগঞ্জে বিলুপ্ত পৌরসভা থেকে বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচন পর্যন্ত মেয়র আইভি কিভাবে কি কৌশলে জামায়াত পূর্ণসমর্থন দিয়েছে। মুজাহিদের স্ত্রী আর মেয়র আইভী ক্লাসমেট ছিল। মুজাহিদ যখন জেলে তখন তার ছেলের জন্ম নিবন্ধন ৩০ মিনিটে করে দেয়া হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা আইনজাীবি সমিতির সভাপতি এডবোকেট হাসান ফেরদৌস জুয়েল সাংবাদিকদের জানান,গত ৬মার্চ নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র একটি সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন ,কেনো সাগর রুনি ও তনু হত্যার বিচার হচ্ছে তা তিনি জানেন। এবং বিভিন্ন সময় ওসমান পরিবারের বিরুদ্ধে মেয়র আইভি অপ্রাসংঙ্গিক বিষয় নিয়ে সমালোচনা করে নারায়নগঞ্জে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে। এটা বন্ধ হওয়া দরকার।

এদিকে জেলা প্রশাসক রাব্বি মিয়া জানান, সচেতন নাগরিক সমাজের পক্ষে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে সেটি তিনি যথাযথ নিয়ম অনুসরন করে সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরন করা হবে।ৎ

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহা,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ শিরিন বেগম সহ ফতুল্লা, সিদ্দিরগঞ্জ,সোনারগাও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিভিন্ন

পিবিএ/এমএম/হক

আরও পড়ুন...