সেচপাম্প চালু করতে গিয়ে কৃষকের মৃত্যু

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের মেলান্দহে জমিতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহজাহান শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার চরপলিশা ঝিনাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের চরপলিশা পূর্বপাড়া গ্রামের মৃত এন্দা শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে কৃষক শাহজাহান ঝিনাইব্রিজ এলাকায় সেচপাম্প থেকে নিজের জমিতে পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে কৃষক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন...