ফ্রান্সের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে আন্দোলন

পিবিএ, ডেস্ক– ফ্রান্সে আন্দোলন দ্বিতীয় দিনে গড়িয়েছে। ক্রমশ দেশের ছোট শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে এই আন্দোলন। এ দিন রবিবার রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও দোকানপাট লুঠের ঘটনা ঘটেছে।

জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে কয়েকদিন আগে সহিংসতা ছড়িয়েছিল। আন্দোলনের চাপে বর্ধিত কর প্রত্যাহারে বাধ্য হয়েছে প্রশাসন। এর রেশ কাটতে না কাটতে শনিবার থেকে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বহু মানুষ। এবারও বিক্ষোভকারীরা হলুদ জ্যাকেট পরে বিক্ষোভ দেখাচ্ছেন। রাজধানী প্যারিসের গণ্ডি ছাড়িয়ে ক্রমশ দেশের ছোট শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে এই আন্দোলন। যে কারণে এই ইয়েলো ভেস্ট আন্দোলন প্রশাসনের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতিযে ঘোরাল তা স্বীকার করে নিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লে মেরি। হিংসাত্মক আন্দোলন ও পথ অবরোধের ঘটনা দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। আর মানুষের ক্ষোভের কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারের মুখপাত্র।

এই পরিস্থিতিতে সবার নজর প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর দিকে। কারণ এবার সরাসরি তার পদত্যাগের দাবিতে মানুষ পথে নেমেছে। আগামী দু-একদিনের মধ্যে মাক্রোঁ প্রকাশ্যে বিবৃতি দিতে পারেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...