পিবিএ,ঢাকা: “ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং” কর্তৃক আয়োজিত ‘বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আগামী ২০ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
বুধবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইনস্টিটিউটটির পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিচালক ড. শেখ তৌহিদুল ইসলাম বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, প্রাকৃতিক দুর্যোগ, স্থানীয় ভূমির লোকায়ত জ্ঞানের সাথে বৈজ্ঞানিক জ্ঞানকে মিলিয়ে পরিকল্পনা গ্রহণে ব্যর্থতা ইত্যাদি বিষয়াদি বাঙালি জাতির দুঃখ দুর্দশার মূল কারণ। এমনি এক প্রেক্ষাপটে বাঙালি জাতির মুক্তির প্রত্যয় নিয়ে আবির্ভূত হন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের মধ্যে জাতির জনকের ভাবধারা ও দর্শনের প্রচার ও প্রসার ঘটানো এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে এই বক্তৃতামালার আয়োজন করা হয়েছে।’
উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি, থাইল্যান্ড) এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. জয়শ্রী রায়।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।
পিবিএ/এসআর/হক