বুধবার খাগড়াছড়িতে সকাল-সন্ধা হরতাল

পিবিএ,খাগড়াছড়ি: বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তা ও আনসার সদস্যসহ ৭ জনকে হত্যাসহ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যাসহ মহিলা সাংসদ বাসন্তী চাকমার অপসারনের দাবীতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাংগালী ছাত্র পরিষদ।

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: রবিউল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে গ্রহন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে বাঘাইছড়ির নয় কিলোমিটার এলাকায় উপজাতি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের হত্যাকা-ের অভিযোগ এনে দ্রুত যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ২৪ ঘন্টা আল্টিমেটাম দেয়।

সংগঠনটির এক জরুরী বৈঠক সিদ্ধান্তে হরতালের কর্মসূচী হাতে নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয় হরতালে কোন ধরনের বাঁধা দিলে ৩ পার্বত্য জেলায় লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারী জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাহাড়ে একের পর এক সন্ত্রাসীদের হত্যাকান্ডে বসবাসের অযোগ্য হয়ে পরেছে পার্বত্য জনপদ। ইউপিডিএফ, জেএসএস এর মতো সন্ত্রাসী সংগঠন গুলো সব সময় পার্বত্য এলাকাকে নৈরাজ্য পূর্ন এলাকায় পরিনত করেছে। তাই অস্ত্রধারি সংগঠন গুলোকে নিষিদ্ধ করে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানসহ উপজাতি সন্ত্রাসীদের মদতদাতা মহিলা সাংসদ বাসন্তী চাকমাকে সংসদ পদ থেকে অপসারনের দাবি জানান।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...