ধুনটে বিধবার বাড়ি ভাংচুর, থানায় অভিযোগ

কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে মালতি বেওয়া (৫০) নামের এক বিধবার বাড়িতে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর করেছে দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার ১৫ আগস্ট দিবাগত রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার বিকেলে ৫ জনকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করে মালতি বেওয়া।

অভিযোগে বলা হয়, পুর্বশত্রুতার জের ধরে ঘটনার দিন রাতে বিবাদীগণ লাঠিসোটা, লোহার রড, বাটাম দা ইত্যাদি দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে মালতি বেওয়ার বসতবাড়ীতে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তখন মালতি বেওয়া গালিগালাজের প্রতিবাদ করায় বিবাদীগণ উত্তেজিত হয়ে তার টিনসেড টিনের বেড়া ও ঘরের যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার ক্ষতি করে এবং আমার বসতঘরে থাকা স্টিলের বাক্সে গচ্ছিত নগদ ২,১৪,০০০/- (দুই লক্ষ চৌদ্দ হাজার) টাকা, ০৩ ভরী ওজনের স্বর্ণের গহনা, মূল্য ৩,৪০,০০০/- (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকাসহ প্রয়োজনীয় যাহতীয় কাগজপত্র অসৎ উদ্দেশ্যে বাহির করে নেয়। পরে তার ডাক-চিৎকারে লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীগণ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে চলে যায়।

মালতি বেওয়া জানান, আমার বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার পর বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে থানায় অভিযোগ করার বিষয়ে অনেক চিন্তিত ছিলাম। পরে আমি ঘটনার বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তাহারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। শনিবার বিকেলে ধুনট থানায় ৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করি।

ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, ঘর ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন...