অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশের সতর্কতা জারি

অস্ট্রেলিয়া ভ্রমণ
অস্ট্রেলিয়া ভ্রমণে সতর্কতা জারি করেছে সরকার।

পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা এবং অস্ট্রেলিয়ার একজন আইন প্রণেতার উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে সরকার। গত শুক্রবার ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে ওই হামলায় অর্ধশত মানুষের প্রাণহানি ঘটে। ভয়াবহ ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার একজন সিনেটর বিবৃতি পাঠিয়ে এই হত্যাকাণ্ডের জন্য মুসলিমদেরই দায়ী করেন। ওই হামলা অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ‘মুলসলমান অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে বাড়তে থাকা আতঙ্কের’ কথা বলছে বলে মন্তব্য করেন তিনি।

অস্ট্রেলিয়ার একজন আইনপ্রণেতার এ রকম উগ্রপন্থি অবস্থান দেশটিতে বর্ণবাদী মনোভাব উসকে দেওয়ার আতঙ্ক ছড়িয়েছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই কারণে গতকাল সোমবার নিউজিল্যান্ড ভ্রমণেও সতর্কতা জারি করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সতর্কতায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় বসবাসরত যারা আছেন, বিশেষত জনসমাগমস্থলে অত্যন্ত সতর্ক থাকুন। এছাড়া সংবাদ মাধ্যমে নজর রাখার পাশাপাশি অন্যান্য স্থানীয় সূত্রের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি ও ঝুঁকি সম্পর্কেও অবগত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

“এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিক এবং অস্ট্রেলিয়ায় ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের সার্বক্ষণিক, বিশেষত জনসমাগমস্থলে, সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মিডিয়া ও স্থানীয় অন্যান্য সূত্র থেকে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে অবগত থাকতে হবে।”

ক্যানবেরায় বাংলাদেশের হাই কমিশন নাগরিকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে। যে কোনো প্রয়োজনে +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।

২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর অস্ট্রেলিয়া বাংলাদেশে নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারির পাশাপাশি ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইট বন্ধ করেছিল।

সে সময় নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে ক্রিকেট টিমের সফরও বাতিল করেছিল তারা।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...