আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস

সেই এডিসি জিসানুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর মহানগর পুলিশের সাবেক এডিসি জিসানুল হককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশটি বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট-১, বিধি-৭২, ৭৩ মোতাবেক প্রত্যাহার করা হলো।

জিসানুল হকের সাময়িক বরখাস্তকাল কর্তব্যরতকাল হিসেবে গণ্য হবে এবং তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতাদি প্রাপ্য হবেন বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।

গত জুনে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট পাওয়া যায়। সেখানে তার ইলেকট্রনিক সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফরম (ইএসএএফ) ছড়িয়ে পড়ে। ইএসএএফ হলো মূলত মুঠোফোন গ্রাহকেরা পূরণ করে থাকেন। এই ফরমে এ গ্রাহকের আঙুলের ছাপসহ ব্যক্তিগত বিস্তারিত তথ্য থাকে। এ তথ্য কীভাবে অনলাইনে গেল, সেটি নিয়ে তদন্ত করে পুলিশ।

এরপর সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় গত ২৩ জুন জিসানুল হককে সাময়িক বরখাস্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন...