স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি

রাজন্য রুহানি,জামালপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরুদ্ধ অবস্থান নেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা. রোবেদ আমিনের পদত্যাগ দাবি করেছেন জামালপুরের চিকিৎসকরা। এক মানববন্ধনে একই সঙ্গে স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগেরও দাবি জানানো হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ড্যাবের জামালপুর শাখার আহ্বায়ক ডা. আহমেদ আলী আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল হক আজিজ, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (শিশু সার্জারি) ডা. এম এ রবিন প্রমুখ।

দেশের স্বাস্থ্যবিভাগকে দুর্নীতিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তরকে যারা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে লুটপাট করেছে অবিলম্বে তাদের দুর্নীতির বিচার করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহা পরিচালক ডা. রোবেদ আমিনসহ স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগের দাবি জানান তারা।

আরও পড়ুন...