স্কুবা থেকে বিশ্বসুন্দরী দেলেওন!

পিবিএ, ঢাকা: কোন ম্যাক্সিকা সুন্দরী মাথায় মুকুট নিয়ে শেষ হাসি হাসতে পারেননি। কিন্তু দীর্ঘদিনের অতৃপ্তি এবার ঘোচালেন ২৬ বছর বয়সী ভ্যানেসা পন্তে দেলেওন। এবার ঠিকই মিস ওয়ার্ল্ড-২০১৮ প্রতিযোগিতায় সেই কাঙ্ক্ষিত মুকুটটি নিজের করে নিলেন দেলেওন। জানা গেছে, আন্তর্জাতিক ব্যবসা বিষয়ে স্নাতক করেছেন।

এই সুন্দরীকে নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত স্কুবা ডাইভার। অর্থাৎ সমুদ্রতলে স্কুবার মাধ্যমে সমুদ্রমাতানো তার অন্যতম যোগ্যতা। আর ডাইভিংয়ে ভ্যানেসা অনেকটা শখের বসেই সমুদ্র তলদেশে ডাইভ দিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। আর এই শখ পূরণ করতে করতেই তিনি অর্জন করে নিয়েছেন স্কুবারের লাইসেন্সটাও।

এখানেই শেষ নয়, আরও বিভিন্ন কাজে পটু এই ম্যাক্সিকান সুন্দরী মানবাধিকার বিষয়ে ডিপ্লোমা করেছেন। আর নারী ও স্বেচ্ছাসেবী অভিবাসীদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্তও এই মেক্সিকান। আর পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার এ তারকা ভলিবল খেলতে ও ছবি আঁকতে করতে পছন্দ করেন। স্প্যানিশ ভাষার পাশাপাশি ইংরেজিতেও পারঙ্গম তিনি। আর এ বিষয়গুলোই তাকে মুকুট জয়ে সাহায্য করেছে।

তবে, এত যোগ্যতা থাকলেও মডেলিংয়ের প্রতি তার রয়েছে অন্যরকম ভালোবাসা। নিজের মডেলিং সম্পর্কে তার ভাষ্য, ‘বেশ কয়েক বছর ধরে আমি মডেলিং করছি। তবে গত দুই বছর ধরে এটাকে আমি পেশা হিসেবে নিয়েছি। সত্যি বলতে, এর বাইরেও আমার অন্য জীবন আছে। যা পুরোপুরি ভিন্ন জগত। কারণ আমি পিছিয়ে পড়া মানুষ কিংবা নারীদের জন্য কাজ করি।’

১৯৯২ সালের ৭ মার্চ মেক্সিকোর শহর গোয়ানাকোয়াতো জন্ম ভ্যানেসার। এরপর স্নাতক শেষ করেছেন গোয়ানাকোয়াতো ইউনিভার্সিটিতে। এ বিজয়ে নিজ এলাকা তো বটেই তার জন্য এখন পুরো দেশ গর্বিত।

মিস ওয়ার্ল্ডের ইতিহাসে ২০০৫ আর ২০০৯ সালেও প্রথম রানার আপ হয় মেক্সিকো। ২০০৭ সালে দ্বিতীয় রানার আপ ও ১৯৭৭ সালে তৃতীয় রানার আপ হয় দেশটি। আর ভ্যানেসা পন্তে দেলেওনের মাধ্যমে এবারই প্রথম হওয়ার গৌরব পেল মেক্সিকো।

উল্লেখ্য, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরটি বসেছিল চীনের হাইনান প্রদেশের সানাইয়া সিটি এরেনায়। ১১৭ দেশের সুন্দরীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। আর সেরা ২০শে জায়গা করে নিয়ে ঐশী শেষ করেন তার মিশন। আর ৮ ডিসেম্বর রাতে বিজয়ীকে ক্রাউন পরিয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন ভারতের মানুসি চিল্লার।

পিবিএ/এফএস

আরও পড়ুন...