বিশ্ববিদ্যালয়ের জমির মালিকানা নিয়ে মিথ্যা তথ্য প্রচারে প্রতিবাদ

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য অধিকৃত জমির মালিকানা নিয়ে মিথ্যা তথ্য পরিবেশনে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২১ আগস্ট) দুপুরের দিকে শিক্ষার্থীদের আয়োজনে পৌর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের নাওভাঙ্গা চরে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্মাণাধীন নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিমুল ইহসান ও ফারিয়া নাজনিন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, আমাদের ক্যাম্পাসের জন্য বন্দোবস্ত নেওয়া সাড়ে ১৬ একর এবং ক্রয়কৃত ৮ একর ৯৩ শতাংশ জমি রয়েছে। আমাদের ক্যাম্পাসের ২৫ একর ৪৩ শতাংশ জমি। সেই জমিতেই আমাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে। কিছু অসাধু ভূমিদস্যু আমাদের ক্যাম্পাসের জমি দখল করার পাঁয়তার করে মিথ্যা তথ্য পরিবেশন করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একই সঙ্গে ক্যাম্পাসের জমি বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে শিক্ষার্থীরা ওই কার্যালয় চত্বরে বিভিন্ন শ্লোগান দেয় ও বিক্ষোভ করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের দাবি এক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করে। এ সময় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

প্রসঙ্গত, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে ওই এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি, জমি জবরদখল করে ক্যাম্পাস নির্মাণের অভিযোগ ওঠে। এ অভিযোগে জমি ফেরত, ক্ষতিপূরণ এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) মানববন্ধন করেন ওই অভিযোগকারীরা।

আরও পড়ুন...