পিলখানা ট্র্যাজেডি: পুনর্তদন্ত ও চাকরিতে পুনর্বহালের দাবি ক্ষতিগ্রস্তদের

রাজন্য রুহানি,জামালপুর: পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পুনরায় তদন্ত, হত্যাকাণ্ডে সম্পৃক্তদের বিচার ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন করছে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবার।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শহরের ফৌজদারী মোড় এলাকায় জামালপুর ও শেরপুর জেলার ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্যের ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধন এ দাবি জানানো হয়।

মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিপাহি নাসরুল করিম, সাবেক সিপাহি রফিকুল ইসলাম, সাবেক ল্যা. নায়েক মো. আবুল হোসেন, লাইজু আক্তার, মুন্জুআরা, চাঁদ সুলতানা রাণী প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকতে ও বিডিআরকে অচল করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে চৌকস ৫৪ জন অফিসার ও ১৭ জন বিডিআর হত্যা করা হয়। এরপর এটির নাম দেয়া হয় বিডিআর বিদ্রোহ। যারা প্রতিবাদ করেছে তাদেরকে চাকরিচ্যুত করেছে সরকার। অন্যায়ভাবে বিচারের প্রহসন করে ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করে শাস্তি দেওয়া হয়।

বক্তারা আরো বলেন, হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনের জন্য পুনর্তদন্ত প্রয়োজন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ চাকুরিচ্যুতদের পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন...