খাগড়াছড়ি জেলা বিএনপির বন্যার্তদের ত্রাণ সহায়তা

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সার্বিক সহযোগিতায় এসব সামগ্রী তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে দীঘিনালা উপজেলার ত্রাণ সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষকে প্রয়োজনীয় ঔষুধ ও ত্রাণ সহযোগিতা অব্যাহত রেখেছে জেলা বিএনপি এবং দীঘিনালা উপজেলা বিএনপি। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক টানা কাজ করে যাচ্ছে নীরলসভাবে।

দীঘিনালার হাজাছড়া, আর.এ স্কুল সোবাহানপুর, মেরুং বাজার,ছোট মেরুং উচ্চ বিদ্যালয় ও হেডকোয়াটার এলাকায় ঔষুধ, ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও দিঘীনালা উপজেলা বিএনপি।

এতে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আইন বিষয়ক সম্পাদক এড.বেদারুল ইসলাম,ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর,দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি ডা: শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন...