নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীরাও।

এ সময় অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ও মাদকাসক্ত প্রধান শিক্ষক ফজলুল হকের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তুলে তার পদত্যাগসহ স্কুল সংস্কারের দাবি জানান।

রোববার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী তোফায়েল তপু, সোহাগ আহাম্মেদ, শিক্ষার্থী তৌহিন, ১০ম শ্রেণির শিক্ষার্থী মেঘলা, সিনথিয়া, ৯ম শ্রেণির শিক্ষার্থী নাঈমা ইসলাম রুমু প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যান্য শিক্ষকদের কাছ থেকে অনাস্থা স্বাক্ষর দেন। একই সাথে আন্দোলনকারীদের সাথে তারা একাত্মতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক জানান, ‘শিক্ষার্থীরা বিক্ষোভ বা মানববন্ধন করেছে কিনা এটা আমি জানিনা। মানববন্ধন করে তারা আমার বিরুদ্ধে কি করতে পারবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রধান শিক্ষক ফজলুল হক ২০১১ সালের শেষের দিকে নারিকেলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।

আরও পড়ুন...