হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৫১ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়েছে। এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারে নাই বিজিবি।
শনিবার (২৪ আগস্ট) রাতে সাতক্ষীরার কলারোয়ার তলুইগাছা বিওপির নটিজঙ্গল নামক এলাকা থেকে এই মাদকদ্রব্য গুলো আটক করে বিজিবি’র আভিধানিক দল।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তের তলুইগাছা বিওপির নটিজঙ্গল নামক স্থান থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশ সীমান্তে প্রবেশ এবং অবৈধ মালামাল পাচার করবে শুনে সেখানে গোপনে অবস্থান করি।পরবর্তীতে শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হয়। বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শণ করে অগ্রসর হতে থাকে। বিজিবি পাল্টা আক্রমণে ২-৩ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।
এসময়ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫১ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ও ২টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়।
আটককৃত দ্রব্যসামগ্রীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান।