ধামরাই থানা-মন্দির পরিদর্শনে মেজর জেনারেল মোঃ মইন খান

পিবিএ,সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে মন্দির পরিদর্শন ও থানা পুলিশের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের (সাভার) জিওসি মেজর জেনারেল মোঃ মইন খান।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পৌর শহরে অবস্থিত শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিদর্শন শেষে থানা পুলিশের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসের ৮১ ইনফ্রেন্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইফুল্লাহ, কমান্ডিং অফিসার ৮ ইঞ্জিয়ার ব্যাটালিয়ন লে. কর্নেল মাহফুজুর রহমান,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য, শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন ) মোঃ জামাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন...