পীরগঞ্জে ৬ সাংবা‌দিকের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দৈ‌নিক কালের কন্ঠ প‌ত্রিকা ও বার্তাসংস্থা প্রেস বাংলা এজেন্সি পি‌বিএ’র পীরগঞ্জ উপজেলা প্রতি‌নি‌ধি সাংবা‌দিক শাহ্ মো: রেজাউল ক‌রিমসহ ৬ সাংবা‌দিকের নামে বিএনপি অ‌ফিস ভাংচুর করে অগ্নীসংযোগের অ‌ভিযোগে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে চীফ জু‌ডি‌শিয়াল আমলী আদালত রংপুরে মামলা দায়ের হয়েছে। মামলার বাদী হিসেবে পীরগঞ্জ পৌর যুবদল নেতা মিজানুর রহমান বলে জানা গেছে।

মামলার অন‌্যান‌্য আসামীরা হলেন-পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক দৈ‌নিক ইত্তেফাক প‌ত্রিকার উপজেলা প্রতি‌নি‌ধি সাংবা‌দিক শাহ্ মো: সাদা মিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপ‌তি দৈ‌নিক সংবাদের উপজেলা প্রতি‌নি‌ধি সাংবা‌দিক সরওয়ার জাহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপ‌তি আমাদের নতুন সময়ের প্রতি‌নি‌ধি কামরুল হাসান জুয়েল, সাবেক সাধারন সম্পাদক দৈ‌নিক সমকাল প‌ত্রিকা ও সরকা‌রি বার্তাসংস্থা বাসস এর রংপুর জেলা প্রতি‌নি‌ধি মাজহারুল আলম মিলন ও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সময় প‌ত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতি‌নি‌ধি হাসান আলী প্রধান। মামলায় ৬ সাংবা‌দিকসহ ৯৪ জনের নাম উল্লেখ করে আরেও ২’শ জনকে অজ্ঞাত আসামী ক‌রা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে গত ৪ আগষ্ট বৈষম‌্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিএন‌পি অ‌ফিস ভাংচুর করে অগ্নীসংযোগের ঘটনা ঘটে। ঘটনার ২২ দিন পর ৬ সাংবা‌দিকের নামে সাজানো ও মিথ‌্যা হয়রানিমূলক মামলা হওয়ায় উপজেলাজুড়ে তীব্র নিন্দা প্রতিবাদের ঝড় বইছে।

আরও পড়ুন...