প্রশিকার উদ্যোগ খাগড়াছড়িতে

বানভাসি বন্যাদূর্গত পরিবারকে ত্রাণ বিতরণ

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে খাগড়াছড়ির উন্নয়ন এলাকায় ৩৩০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পানখাইয়াপাড়ার কার্যালয়ে এ ত্রাণ তুলে দেন,প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক সুনয়ন চাকমা,শাখা ব্যবস্থাপক আঃ রাজ্জাক,হিসাব রক্ষক রতিনমণি দেব,কম্পিউটার ওপারেটর সুরেশ বিকাশ চাকমা প্রমুখ।

খাদ্য সহায়তার মধ্য, প্রতি পরিবারকে ৫ কেজি চাল,আলু ২ কেজি,ডাল ১ কেজি, তেল ১ কেজি ও লবন ১ কেজি করে হাতে বানভাসি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে।

খাগড়াছড়ির মুসলিম পাড়া,শান্তি নগর,স্বনির্ভর,কলেজ গেইট এরিয়া,উত্তর গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া,দক্ষিণ গোলাবাড়ি,কমলছড়ির হেডম্যানপাড়া ও মিলনপুর,ফুটবিল ডাক্তারপাড়ার ক্ষতিগ্রস্তদের এসব ত্রাণ তুলে দেয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানান, বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে এ খাদ্য সামগ্রী তুলে দেয়ার কথা জানান প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক সুনয়ন চাকমা।

আরও পড়ুন...