খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টার অপসারণে বিক্ষোভ-স্মারকলিপি

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে খাগড়াছড়ির শাপলা চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি ভাঙ্গাব্রীজ প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বক্তারা সমাবেশ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’কে অপসারণের দাবি জানান।

এতে বক্তারা আরো বলেন, আওয়ামী সুবিধাভোগী ও সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, উপজাতীয় সশস্ত্র গ্রুপের অন্যতম পৃষ্টপোষক দুর্নীতিবাজ সুপ্রদীপ চাকমাকে অপসারণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী জানান।

পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফেরদৌসী বেগমের হাতে স্মারকলিপি প্রদান করে।

আরও পড়ুন...