সেনবাগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, খাদ্য-পানি সংকট

পিবিএ,সেনবাগ (নোয়খালী) প্রতিনিধি: গতকাল কোনো ভারি বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এখনা বাড়িরঘর ডুবে থাকায় সিমাহীন দুর্ভোগ রয়েছে বন্যা দুর্গতরা। সেনবাগে প্রবেশের প্রধান সড়কটি এখনো ডুবে থাকায় বেসরকারি ও স্বেচ্চাসেবী সংগঠনের যে সকল ত্রাণ সমগ্রী সেনবাগে ডুকছে সেগুলো সঠিক তদারকীর অভাবে রাস্তার পাশ্বে ও শহর কেন্দ্রী বিতরণ করায় এতে করে একেক জন একাধিকভার ত্রাণ নিয়ে যাচ্ছে। এখানো প্রত্যান্ত গ্রাম পর্যন্ত ত্রাণগুলো না পৌছায় এতে করে গ্রামের মানুষরা চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসা মোঃ জিসান বিন মাজেদা জানান, সেনবাগে সরকারি ভাবে ১৭৮টি ও বেসরকারিভাবে ৫৫টি আশ্রয় কেন্দ্রে হ্জাার হাজার বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া লোকজনের খাবারের ব্যবস্থা সরকারি-বেসরকারিভাবে করা হচ্ছে। তবে, তিনি স্বীকার করেন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত অধিকাংশ ত্রাণ পৌছছেনা। আজকের মধ্যে পৌছানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন...