লুট হওয়া ৩৩০৪ অস্ত্র ও আড়াই লাখ রাউন্ড গুলি উদ্ধার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের ৩ হাজার ৩০৪টি অস্ত্র ও ২ লাখ ৫০ হাজার ৯৭৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য নিশ্চিত করেন।

ইনামুল হক সাগর জানান, সম্প্রতি লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ হতে ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা ৩ হাজার ৩০৪টি। গুলি ২ লাখ ৫০ হাজার ৯৭৪ রাউন্ড, টিয়ার গ্যাস সেল ২১ হাজার ৩৯৫ টি এবং সাউন্ড গ্রেনেড ১ হাজার ৯৩৯টি।

আরও পড়ুন...