৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর পা বিচ্ছিন্ন পিকআপ ভ্যানের চাপায়


পিবিএ,বেনাপোল: যশোর-বেনাপোল মহাসড়কের নাভরণে স্কুল যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় নিপা নামে ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রীর পা শরীর থেকে বিচ্ছিন্নের ঘটনায় পিকআপ ভ্যানে অগ্নি সংযোগ ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-ছাত্রীরা।

বুধবার (২০মার্চ) সকাল ৮ টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভভরনে স্কুলের সামনেই এ ঘটনা ঘটে।নিপা শার্শার নাভরন বুরুজ বাগান গ্রামের রফিকুলের মেয়ে ও বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী অন্যরা হলেন,একই স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী রিপা ও ৭ম শ্রেনীর ছাত্রী স্মৃতি।

স্থানীয়রা জানান, একটি ভ্যানে চড়ে তিন ছাত্রী স্কুলে আসছিল। এসময় যশোর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান ছাত্রীদের বহনকারী ভ্যানে ঢাক্কা দেয়। এতে ছাত্রীরা ভ্যান থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারাত্বক আহত হয়ে নিপার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তী করে। খবর পেয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। মহাসড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পুলক কুমার মন্ডোল জানান, এমন ঘটনা দুঃখ জনক। আন্দোলন রত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বিভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম, মসিউর রহমান জানান, এমন ঘটনা দুঃখ জনক। আন্দোলন রত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভিবক করার চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে মহাসড়ক অবরোধ করায় যশোরের সাথে বেনাপোল ও সাতক্ষীরা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পিবিএ/এসএনইউ/এমএসএম

আরও পড়ুন...