বাংলাবান্ধা স্থল বন্দরের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেশের একমাত্র চতূর্দেশীয় স্থলবন্দরের আমদানী রপ্তানীকারক গ্রপের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩১আগস্ট) দুপুরে বন্দরের সম্মেলন কক্ষে আমদানী রপ্তানীকারক এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজাউল করিম শাহিনকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন বন্দরের ব্যাবসায়ী মো. রাশেদ আলী সরকার, মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মোতালেব, মো. সোহেল রানা মানিক (প্রধান), মো. হারুন অর রশিদ বাবু, মো. মোজাফ্ফর হোসেন, এডভোকেট আহসান হাবিব সরকার, মো. ঈদ্রিস আলী, মো. রুবেল আলী, মো. আব্দুল লতিফ এবং মো. আনসার আলী।

আহবায়ক রেজাউল করিম শাহিন জানান বাংলাদেশের সম্ভাবনার স্থলবন্দর হচ্ছে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট।স্থলবন্দরে ব্যবসায়ীদের স্বার্থে দলমত নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর ব্যবসায়ীক পরিবেশ গঠনই আমাদের মূল লক্ষ্য বলে জানান। সেই সাথে সরকার ও দেশের উন্নয়নের স্বার্থে আইন অনুযায়ী সকল সদস্যকে ভ্যাট দেওয়ার আহ্বান জানান তিনি ।

বন্দরের শৃংখলা ফিরিয়ে আনাসহ এবং ব্যবসায়ীদের সাথে নিয়ে বন্দরটিকে ব্যবসায়ী বান্ধব বন্দর গড়ে তোলার জন্য কাজ করে যাবো।এবং এই স্থল বন্দর থেকে যেন আমরা অতীতের সব রেকর্ড ভেঙ্গে রাজস্ব খাতে বিপুল পরিমাণে সকলেই ভ্যাট ট্যাক্স দিয়ে একটি ইতিহাস রচনা করবো বলে আমি বিশ্বাস করি।

আরও পড়ুন...