শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌসভার কুন্দশী গ্রামে শিখা রাণী বিশ্বাস (৪৮) নামে এক নারী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত শিখা রানী বিশ্বাস পৌরসভার কুন্দসী গ্রামের বিজুস বিশ্বাসের স্ত্রী।
পরিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে নিজ ঘরের ভিতর শিখা রাণী বিশ্বাস আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় ঘরের ভিতর দেখতে পায়। পরিবারের লোকজন শিখা রানী বিশ্বাস কে উদ্ধার করে লোহাগড়া ৫০ শয্যা বিশিস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।