বন্যাদূর্গত এলাকায় পাঁচবিবির ‘বন্যার্ত সহায়তা তহবিল’ টিম

বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): সম্প্রতি বাংলাদেশে স্বরণকালের সর্ববৃহৎ ভয়াবহ বন্যায় কুমিল্লা, নোয়াখালী, ব্রাক্ষনবাড়িয়া ও ফেনী জেলার বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিতে গমন করেছেন জয়পুরহাটের “পাঁচবিবি উপজেলা বন্যার্ত সহায়তা তহবিল” নামে একটি স্বেচ্ছাসেবী টিম ।

গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত ৮টায় পাঁচবিবি উপজেলার পক্ষে বন্যার্তদের জন্য ২৫ রকমের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ৫ শ প্যাকেট, প্রয়োজনীয় ঔষধ , কাপড় সহ অন্যান্য উপহার সামগ্রী নিয়ে এই ব্যানারে পাঁচবিবি ১ নং রেলগেট এলাকার এলজি শো রুমের সামনে এক সংক্ষিপ্ত দোয়া শেষে ত্রাণ বিতরণের উদ্দেশ্য রওনা দেন তারা ।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় সুষ্টভাবে ত্রান সামগ্রী বিতরণের জন্য রওনা হওয়ার আগে তারা প্রশাসনিক সহযোগিতার জন্য পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন । ১৪ সদস্যের সহায়তা টিমের নেতৃত্ব দেন সরাইল আর্দশ কলেজের প্রভাষক শাহজাহান আলী,সিনিয়র শিক্ষক রাফিউল ইসলাম রাব্বি, উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান ও সাজ্জাদ হোসেন সাজু । প্রভাষক শাহজাহান বলেন, টিমের সকল সদস্য তাদের নিজ খরচে দূর্গত এলাকায় উপহার সামগ্রী বিতরণের জন্য যাচ্ছেন । তিনি এ কাজে জড়িত ১০/১২ টি স্বেচ্ছাসেবী সংগঠন, টিমের সকল সদস্যকে কৃতজ্ঞতা জানান এবং উৎসাহ প্রদানের জন্য বায়তুন নুর মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ আব্দুল হাকিম মন্ডল ও অধ্যাপক ( অবঃ) আজাদ আলী কে ধন্যবাদ জানান । তিনি সকলের দোয়া কামনা করেন ।

আরও পড়ুন...