ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাবেক দুই এমপি’র বিরুদ্ধে নদী জমি দখলসহ মন্দিরে পুজা অর্চনা বন্ধের, প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি প্রদান ভুক্তভোগীদের।
সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড় জেলার সাধারণ বাসিন্দাদের ব্যানারে জজ কোট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে ব্যানার প্লে কার্ড চা পাতা মাছ ধরার জাল নিয়ে মানববন্ধন করেন।
জানা যায় যশোর-৩ আসনের সাবেক এমপি ও জেমকন গ্রপের ব্যবস্থাপনা পরিচালক কাজী নাবিল আহমেদ এবং নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য আমজাদ হোসেন, মাহজেবিন মনসুর, মুসলেহার রহমান প্রধান ফুলু, মোফাজ্জল হক,বিরেন্দ্রনাথ সিংহ, মখলেসুর রহমান প্রধান প্রমূখ বক্তব্য রাখেন ।
বক্তারা জানান কিছু স্বার্থান্বেষী মহল প্রশাসনের অসৎ কর্মকর্তাদের যোগসাজশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেমকন গ্রুপের কর্নধার ও সাবেক এমপি কাজী নাবিল আহমেদ এবং সাবেক এমপি মেজর রানা অবৈধভাবে জোর করে আবাদী জমি, মন্দির এবং নদীর জমি দখল করে চা বাগানসহ রিসোর্ট করেছেন। গত ১৫ বছর ধরে আমরা কোনো প্রতিবাদ করতে পারেনি। প্রতিবাদ করতে গেলেই আমাদের মামলা দিয়ে হয়রানি করা হতো। ন্যায় বিচারের আশায় সবার সাথে যোগাযোগ করেছি কিন্তু কেউ আমাদের পাশে দাড়াঁয়নি।
এছাড়াও আটোয়ারী উপজেলায় মন্দির দখল করে তালাবদ্ধ থাকায় পূজা আর্চনা করতে পারছেনা অভিযোগ মেজর রানার বিরূদ্ধে। বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পরও অদ্যবধি প্রশাসন কোন প্রদক্ষেপ গ্রহন না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। এক পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) আব্দুল কাদের এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন ।
এ সময় অন্তর্বতি সরকারের প্রধান উপদেস্টা বরাবর স্মারকলিপি গ্রহন করেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক বিক্ষোভকারীদের দাবী উর্দ্ধতন কতৃপক্ষকে পৌছে দেওয়ার আশ্বাস দেন।