নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে বিক্ষোভ- অবরোধ

ছাত্র
শাহবাগ

পিবিএ, ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে আবার নতুন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে।

মঙ্গলবার রাজধানীর প্রগতি স্মরণিতে বাস চাপায় বেসরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হলে গতকাল থেকে এই বিক্ষোভ শুরু হয়। আজ বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই অংশ হিসেব রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে।

আজ সকাল ১১টার দিকে ঢাবি শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। পরে সেখানে অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়।
এদিকে সড়ক অবরোধের কারণে শাহবাগের সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, তারা নিরাপদ সড়ক আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে এ আন্দোলনে অংশগ্রহণ করছেন। তারা আবরারসহ সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচার দাবি করছেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...