কাশিমপুর থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় ওরফে মানিককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম কাশিদারামপুর চর থেকে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হৃদয় জেলার দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। তিনি সাটুরিয়া থানার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল।

বুধবার (৪ সেপ্টেম্বর ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন সিপিসি-৩ র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।

তিনি জানায়, গত ৬ আগস্ট হৃদয় জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গত পরশু দিন তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ সিপিসি-৩ এর আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, ২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে হৃদয়। ২০২২ সালের ৮ আগষ্ট ওই মামলায় বিজ্ঞ আদালত হৃদয়কে মৃতুদণ্ড প্রদান করেন।

এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দী ছিল। বৈষ্যমবিরোধী ছাত্রআন্দোলনের ওই সময় সে কারাগার থেকে পালিয়ে যায়।

গ্রেফতার হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন...

preload imagepreload image