নেতাকর্মীদের ব্যক্তিগত অপরাধের দায় আমি নিব কেন: এস এম জাহাঙ্গীর

পিবিএ,ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যক্তিগত অপরাধের দায় আমি নিব কেন।

তিনি বলেন, আমি ৬ আগস্ট কারাগার থেকে মুক্তি পেয়ে সকল ধরনের অপরাধরোধে নিরলসভাবে কাজ করছি। দখল চাঁদাবাজি থেকে সবাইকে বিরত থাকতে আমি বৃহত্তর উত্তরা এলাকায় মাইকিং করেছি। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সাথে দফায় দফায় বৈঠক করেছি।

গত কয়েকদিনে ২/৩টি পত্রিকায় তাকে জড়িয়ে দখল চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উত্তরা আব্দুল্লাহপুরে বিএনপির একটি অফিস ছিল, আওয়ামী লীগ বিগত ২০০৯ সালে বিএনপির এই অফিসটি জবরদখল করে নেয়। গত ৬ আগস্ট স্থানীয় নেতাকর্মীরা বিএনপি অফিসটি পুনরুদ্ধার করে।

এস এম জাহাঙ্গীর আর বলেন, সম্প্রতি আমি জানতে পারি আমাদের অফিসটি আওয়ামী েলীগের দখলে থাকা অবস্থায় এই অফিস থেকে নাকি স্থানীয় একটি পত্রিকা প্রকাশিত হতো। এই পত্রিকা কতৃপক্ষ বলতেছে তাদের অফিস নাকি দখল হয়ে গেছে। উত্তরায় আওয়ামী অফিস থেকে পত্রিকা প্রকাশিত হতো বতমানে শুনতেছি। এই অফিসে পত্রিকার কোনো সাইনবোর্ড ছিল না।

ঢাকা-১৮ আসন থেকে মাদক, সন্ত্রাস, দখল, চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এস এম জাহাঙ্গীর।

আরও পড়ুন...