আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিনের আবেদন করলে জামিন আবেদন নামঞ্জর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।
জেল হাজতে প্রেরনকরা ৪ চেয়ারম্যানরা হচ্ছে, মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার, বেলছড়ি ইউপি চেয়ারম্যান রহমতুল্লাহ, গোমতী ইউপি চেয়ারম্যান তফাজ্জল হোসেন।
আসামিদের পক্ষের আইনজীবী এডভোকেট মো. শাহিন হোসেন বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। তাদের বিরুদ্ধে মারধর, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় তাদের জেলহাজতে প্রেরণ করে বলে সূত্র জানায় ।