ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০ জন নারী প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলা আইসিটি কার্যালয়ের আয়োজনে উপজেলা হল রুমে প্রশিক্ষনার্থীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুটি কোর্সে ২৫ জন করে ৫০ জনকে ভাইভা নিয়ে বাছাই করে নিজ যোগত্যায় প্রশিক্ষণে চান্স পান ৫০ জন প্রশিক্ষনার্থী। ওমেন-ই কমার্স প্রফেশনাল কোর্স-এ ২৫ জন ও ওমেন কল সেন্টার এজেন্ট কোর্সে ২৫ জনসহ ৫০ জন প্রশিক্ষনার্থীরা এই দুটি কোর্স করেন।
সদর উপজেলা আইসিটি অফিসার শায়খ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য করে বলেন, এই যে ট্রেনিং করলেন ল্যাপটপ পেলেন এখন আর ঘরে বসে থাকা যাবেনা। ট্রেনিংকে কাজে লাগাতে হবে, আপনাদের স্বাবলম্বী হতে হবে। এর আগে আইটি সার্ভিস প্রোভাইডার এ ৮০ জনকে প্রথম পর্যায়ে প্রশিক্ষণে ল্যাপটপ দেওয়া হয় আর এদের মধ্যে ২ মাসের মধ্যে ৫৬ জন আয় করছেন। আমরা তাদের ফলোআপে রেখেছি। আশা রাখছি আপনারাও কাজ করবেন। এবং সর্বাত্মক সহযোগিতা আমরা আপনাদের করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন টি এম এস এস আইসিটি লিমিটেডের প্রতিনিধি মশিউর রহমান, নাইলেক্স লিমিটেডের প্রতিনিধি মাহবুব সাবিদ, ভেন্ডার প্রতিষ্ঠান (ট্রেনিং) প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দরা।
প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ওমেন ই কমার্স প্রফেশনাল কোর্সের সাইয়েদা আক্তার শাম্মি, ওমেন কল সেন্টার এজেন্ট কোর্সের ইয়াসমিন আক্তার প্রমুখ।