নতুন আতঙ্কের নাম অ্যাডিনো ভাইরাস!

adinovirus-PBA

পিবিএ ডেস্ক: ভাইরাসের নতুন আতঙ্কের নাম অ্যাডিনো ভাইরাস। ক্রমশই বাড়ছে এ আক্রান্তের সংখ্যা। জানা গেছে, শিশু এবং প্রবীণরাই বেশী আক্রান্ত হচ্ছেন। ভারতে এ ভাইরাসের আক্রমণে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এমনকি ফুসফুস পর্যন্ত আক্রান্ত হচ্ছে।

এ বাইরাসের লক্ষণ হিসেবে দেখা যায়, জ্বর, সর্দি কাশি। চোখ লাল হয়ে যাওয়া, ডায়ারিয়া, কানে সংক্রমণ, শ্বাসকষ্ট ও বমি। সুস্থ হতে ৩০ থেকে ৩৫ দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে।

চিকিৎসকরা আবার জানাচ্ছেন, অ্যাডিনো ভাইরাস সংক্রমণের সঙ্গে সোয়াইন ফ্লু সংক্রমণের উপসর্গ মিলে যাচ্ছে। ধাঁধায় পড়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবে সোয়াইন ফ্লুর ওষুধ বাজারে থাকলেও অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোনও ওষুধ কিংবা টিকা নেই।

লক্ষ্মণ অনুযায়ী চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা। পরিস্থিতি এখনও আয়ত্বের মধ্যে রয়েছে বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।

পিবিএ/এফএস

আরও পড়ুন...