যুবদলের পরিচয়ে দোকান দখলে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় যুবদলের নাম ব্যবহার করে একটি দোকান দখল করতে গিয়ে আওয়ামী শ্রমিক লীগের এক নেতা হাতেনাতে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের নেতারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত শ্রমিক লীগ নেতা হলেন সোহেল রানা । তিনি উত্তর সিটির ৯৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।

মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, রাত ৯টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে লোককে হাতেনাতে আটক করি।

এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়- ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে সে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে আসছিল। এসময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন...

preload imagepreload image