ঈশ্বরদীতে সুবিধা বঞ্চিতদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

তুহিন হোসেন,পাবনা: “রক্ত দিলে বাঁচতে পারে একটি প্রাণ, তাইতো করবো রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং ব্লাড প্রেশার মাপা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাব, সহযোগীতা করেন বুনোফুল স্কুল ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ৩.০০ ঘটিকা পর্যন্ত ঐতিহ্যবাহী নওদাপাড়া গুচ্ছগ্রাম বুনোফুল স্কুল সংলগ্ন মাঠে এ কর্মসুচি হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মোস্তফা কামাল, বুনোফুল স্কুলের পরিচালক মাসুদ রানা মাসুম, সহকারী পরিচালক সুমন হোসেন, সহ পরিচালক ওয়ালিউর রহমান ওলি ও মেরিদুল ইসলাম।

ঈশ্বরদী ব্লাড ডোনার ক্লাবের পরিচালক রাকিবুল ইসলাম, সহ পরিচালক মামুন হোসেন, সভাপতি আশিকুজ্জামান আশিক, সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁই, রবিউল ইসলাম রবিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান চমন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ সুমন, তথ্য ও প্রচার সম্পাদক মুন্নাসহ অর্থ প্রচার সম্পাদক রাকিব হোসেন, অর্থ সম্পাদক আসফাক সিয়াম, সহ অর্থ সম্পাদক ইমরান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য শাওন হোসেন, সামিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...