শ্রীমঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

পিবিএ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

জানা যায় গতকাল (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভুনভীর ইউনিয়নের লইয়ার কুল সাকিনের বাসিন্দা হাজী সেলিম ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মোঃ হাজী সেলিম আহমেদ (৪৫) এর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ০৪টি এয়ার গান (এক নলা বন্দুক) ও দেশীয় আধুনিক ডেগার(চাকু), স্টিলের তলোয়ার ও বিদেশী তীর ধনুকসহ তাহার কর্মচারী জনৈক আব্দুল কাদের জিলানী(৩৫)কে আটক করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিকে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়।

 

আরও পড়ুন...