পিবিএ, ঢাকা :বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এতে করে স্বাভাবিক নয় যান চলাচল। এরই সুযোগে সাধারণ যাত্রীদের জিম্মি করছে রিকশা চালক ও পাঠাও-উবারসহ বিভিন্ন রাইড শেয়ারিং চালকরা।এই সুযোগে বিশ্বরোড থেকে যমুনা ফিউচারপার্ক পর্যন্ত যেখানে রিকশা ভাড়া ২০ টাকা, সেখানে তারা নিচ্ছেন ৫০টাকা। আর একটু দুরের যাত্রীদের জন্য ওৎ পেতে বসে আছে পাঠাও-উবার চালকরা। অ্যাপে যেতে নারাজ তারা। এমন নানা অভিযোগ করছেন ভুক্তভোগী যাত্রীরা।
মারুফ নামের এক যাত্রী বার্তা সংস্থার পিবিএকে বলেন, আমি বসুন্ধরা গেটের সামনে যাব রিকশায়। যার সঠিক ভাড়া ২০ থেকে ২৫ টাকা। কিন্তু রিকশায় চাচ্ছেন ৬০ টাকা, কিছু বলার নেই আজ অনেক রোদ্র তাই পায়ে হেঁটে যেতে কষ্ট হচ্ছে।তিনি আরো বলেন, কিছু হলেই আমরা রাস্তায় এসে হুমড়ি খেয়ে পড়ি এটার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। আরে ভাই সমস্যা আছে সমাধানও আছে। রাস্তায় নেমে হাজার হাজার মানুষের দুর্ভোগ বাড়িয়ে কি লাভ।
আপনারা সাধারণ মানুষদের জিম্মি করে ভাড়া নিচ্ছেন এটা কি উচিত? এমন প্রশ্নে একজন পাঠাও রাইডার নিজের নাম গোপন রাখার স্বর্থে বলেন, কিছু করার নেই ভাই রাস্তায় গাড়ি নেই কষ্ট করে বসে আছি রোদ্রে কিছু টাকা উপার্জন করার আশায়। তাই বাধ্য হয়ে এমন করতে হচ্ছে।অ্যাপে না যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এমন পরিস্থিতিতে অ্যাপে যাওয়া মানে মহা ক্ষতি। অ্যাপে যে ভাড়া আসবে ৫০ টাকা সেখানে আমরা নিতে পারছি ১০০ থেকে ১৫০টাকা।
সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ জানা গেছে। কোন কিছু হলেই সবাই প্রতিবাদ জানায় রাস্তায় এসে। এতে যে হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠে কষ্ট হয় এটা নিয়ে যারা ভাবে না তারা কিসের শিক্ষিত আমাদের বোধগম্য নয়।উল্লেখ্য,প্রসঙ্গ, মঙ্গলবার (১৯ মার্চ) ক্লাসে যাওয়ার জন্য সকাল ৭ টার দিকে নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি।এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা অবরোধ করেন আবরারের সহপাঠী, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দেন।
পিবিএ/এমএস