ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লায়লা আরজুমান্দ বানু (মুক্তি)’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম (কাচ্চু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড.আদম সুফি,সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো:ইউনুস শেখ, সদর থানা বিএনপি আহবায়ক মো: আনোয়ার হোসেন, সদস্য সচিব মো:সেকেন্দার আলী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী,জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামিলীগের শাসন আমলে যে নির্যাতন চালিয়েছিলো রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ওপরে।দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে আমাদের সোনার দেশটাকে পঙ্গু করার চেষ্টা। ক্ষমতার মোহে তিনি অন্ধ ছিলেন। যত জুলুম নির্যাতন বিরোধী মতের মানুষদের সাথে করেছেন তিনি। যার ফলশ্রুতিতে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। শুধু পতনই না দেশ থেকে পালিয়েও যেতে হয়েছে। বিগত সময়গুলোতে গোটা দেশ থেকে সারা বিশ্ব দেখেছে দেশের ক্রান্তিলগ্নে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতাকর্মীদের রেখে কখনো পালিয়ে যাননি, যার ইতিহাসও রয়েছে।ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আরেকটি স্বাধীনতা আমরা অর্জন করেছি। এখন সাধারণ মানুষ কথা বলতে আর ভয় পায়না।সাধারণ মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে শিখেছে। এ এক অন্যরকম বাংলাদেশের সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।দোয়া করা হয় ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের জন্যও।