অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী এ কে এম শহিদুর রহমানকে তার অবসর-উত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১ অক্টোবর ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে গত ৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হন এ কে এম শহীদুর রহমান।