যৌথ বাহিনীর অভিযানে সাতদিনে বিভিন্ন ধরনের ১১১টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে ৫১ জনকে।
গত ৪ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত এসব অস্ত্র উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলবার রয়েছে সাতটি, পিস্তল ৩০টি, রাইফেল ৯টি, শটগান ১৫টি, পাইপগান তিনটি, শুটারগান ১৬টি, এলজি পাচটি, বন্দুক ১৫টি, একে-৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, টিয়ার গ্যাস লঞ্চার একটি, এসএমজি তিনটি এবং এসবিবিএল উদ্ধার হয়েছে তিনটি।
উদ্ধার তালিকার মধ্যে বিভিন্ন থানা থেকে লুট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে লাইসেন্স স্থগিত করা বৈধ অস্ত্রও। ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষে সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমানবাহিনী) পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসারের সমন্বয়ে যৌথ আভিযানিক দল গঠন করে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয়।