পিবিএ, ঢাকা: আজ বুধবার (২০ মার্চ) রাতের মধ্যে নিরাপদ সড়ক নিশ্চিতকরা সহ ৮ দফা দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার আলম আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিত নির্দেশনা চেয়ে দাবী মানার আল্টিমেটাম দেয়া হয়। তা নাহলে আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে শাহবাগে আবারও অবস্থান নেয়ার ঘোষণাও দিয়ে রেখেছে শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার রাজধানীর প্রগতি স্মরণী সড়কে বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার নিহত হওয়ায় সেখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) সহ আশপাশের শিক্ষার্থীরা দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। গতকাল তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন ডাকসু ভিপি নূরুল হক নূর। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিইউপির শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে নতুন করে নিরাপদ আন্দোলনের দাবীতে সোচ্চার হয়।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৯ জুলাই রাজধানীর বিমান বন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রেক্ষাপটে নিরাপদ সড়কের দাবীতে সারাদেশের শিক্ষার্থীরা জোরালো আন্দোলন গড়ে তুলেছিল। তখর শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষাপটে সরকার কিছু পদক্ষেপ নেয়ার কথা বললেও পরিস্থিতির তেমন কোন পরিবর্তন হয়নি।
পিবিএ/এএইচ