কারিমুল হাসান,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন বিএনপি আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বার) বিকেলে সোনাহাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিমগাছী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজল-এ-খুদা তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
নিমগাছী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, বিশেষ অতিথির বক্তব্য দেন, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনিছুর রহমান বাদশা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুঞ্জিল হকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য দেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।